Amet minim mollit non deserunt ullamco est sit aliqua dolor do amet sint.et.
Amet minim mollit non deserunt ullamco est sit aliqua dolor do amet sint.et.
Amet minim mollit non deserunt ullamco est sit aliqua dolor do amet sint.et.
সঠিক দিকনির্দেশনা পেলেই বদলে যায় জীবন—শুরু করুন আজই।
ড. আবুল কালাম (কালাম ফারুক) তিনি একজন Certified Silva Method Instructor (CSMI), Author, Country Director এবং Silva Bangladesh–এর পরিচালক।
বিগত দুই দশকের বেশি সময় ধরে তিনি Silva Method–এর মাধ্যমে মানুষের মাইন্ড এবং ব্রেইনের ক্ষমতাকে Balance ভাবে ব্যবহার করে Focus, Stress Management, ESP এবং Intuition Training এর মাধ্যমে উন্নত জীবন যাপনের প্রশিক্ষন দিয়ে আসছেন
মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আসা হওয়ায় তিনি মনের এবং শরীরের সংযোগকে গভীরভাবে বোঝেন এবং তা প্রশিক্ষণে প্রয়োগ করেন।
Businessman, Doctor, Engineer, গৃহিনী ও Student সহ সব শ্রেণীর মানুষ ওনার কাছে প্রশিক্ষন নিয়ে থাকেন।
২০০১ সালে Silva Method–এর সাথে পরিচিত হওয়ার পর তিনি শ্রদ্ধেয় মাহী কাজীর সরাসরি তত্ত্বাবধানে প্রশিক্ষণ নেন এর পর তিনি Mind Training এর উচ্চতর প্রশিক্ষন নেন ।
তিনি এ যাবত ১১ হাজার ঘন্টার বেশি সময় লেকচারের রেকর্ড অর্জন করেন এবং ৫০ হাজারেরও বেশি মানুষের Life Transformation এর কাজ করেছেন।
তিনি বিশ্বাস করেন—সঠিক Mind Training এর মাধ্যমে মানুষকে বিশ্বাসের সীমাবদ্ধতা থেকে বের করে, ভয়, স্ট্রেস ও নেগেটিভ প্রোগ্রামিং গুলোকে পরিবর্তন করে, একটি সঠিক এবং বিজ্ঞান ভিত্তিক জীবনযাপন সম্ভব।
তার ট্রেনিংগুলোতে তিনি বিজ্ঞান, মেডিটেশন, ভিজুয়ালাইজেশন ও মেন্টাল টেকনিককে একত্রে ব্যবহার করেন।
মানুষকে মানসিকভাবে শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং ইতিবাচক করে তুলতে তাঁর অবদান উল্লেখযোগ্য।
বাংলাদেশের কোটি মানুষের জীবনে পজিটিভ পরিবর্তন আনাই তাঁর আজীবনের মিশন।
পরিবারসহ ঢাকায় বসবাস করলেও তাঁর সেবা এখন সারা দেশের সব শ্রেণীর
মানুষের জন্য উন্মুক্ত।
Don’t miss our future updates! Get Subscribed Today!
©2025. Dr Kalam Faruq. All Rights Reserved.